ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিহারে গুলিতে সিআইএসএফ’র ৪ সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
বিহারে গুলিতে সিআইএসএফ’র ৪ সদস্য নিহত বিহারে গুলিতে সিআইএসএফ’র চার সদস্য নিহত, ছবি: প্রতীকী

ঢাকা: ভারতের বিহার রাজ্যের আওরঙ্গবাদে গুলির ঘটনায় সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) চার সদস্য নিহত হয়েছেন।

সিআইএসএফ'র উন্মুক্ত গুলি চালনোর সময় সহকর্মীদের ছোড়া গুলিতে চারজন গুলিবিদ্ধ হন। এতে ঘটনাস্থলেই দুইজন এবং পরে গুরুতর আহত অপর দু’জন নিহত হন।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বাংলাদেশ সময় বিকেলে ভারতীয় সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।

উন্মুক্ত গুলি চালনোর বিষয়টি তাদের প্রশিক্ষণের অংশ ছিলো কিনা সেটাও জানা যায়নি। তবে সহকর্মীদের ছোড়া গুলিতে ওই চারজনের প্রাণহানি হয়েছে, সেটা নিশ্চিত হওয়া গেছে।

কীভাবে এমন ঘটনা ঘটলো তার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।