শুক্রবার (১৩ জানুয়ারি) বাংলাদেশ সময় বিকেলে পরপর কয়েকটি টুইটে তিনি এ ঘোষণা দেন।
টুইটে ট্রাম্প বলেন, ঘৃণ্য রাজনৈতিক পক্ষ যে দাবি করছে তা স্পষ্ট হয়ে পড়েছে।
মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, দেশটির প্রেসিডেন্ট নির্বাচন চলাকালে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন ও রিপাবলিকান পার্টির ট্রাম্পের প্রচারণা শিবিরের মধ্যে যে যোগাযোগ হয়, তা হ্যাক করে ফলাফলে প্রভাব রেখেছে রাশিয়া।
গোয়েন্দারা আরও দাবি করছে, নির্বাচন চলাকালে হিলারির গোপন তথ্য ফাঁস করে তাকে বেকায়দায় ফেললেও ট্রাম্পের স্পর্শকাতর অনেক তথ্যও হ্যাকারদের কাছে আছে। এটা ট্রাম্পের হোয়াইট হাউস শাসনে দারুণভাবে প্রভাব ফেলতে পারে।
কিন্তু এ ধরনের অভিযোগ উড়িয়ে দিয়ে আসছে রাশিয়া। খোদ ট্রাম্পই বলছেন, নির্বাচনের ফলাফল হিলারির পক্ষে না যাওয়ায় এ ধরনের অভিযোগ উঠেছে।
বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
এইচএ/