এক সাক্ষাৎকারে রাশিয়ার ওপর আরোপিত যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন তিনি। একই সঙ্গে ‘এক চীন নীতি’র বিষয়ে আলোচনার কথা জানান ট্রাম্প।
তিনি বলেন, যদি জঙ্গিদের বিরুদ্ধে মস্কো ওয়াশিংটনকে সহযোগিতা করে, তবে রাশিয়ার ওপর থেকে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, যদি রাশিয়া সত্যিই আমাদের সাহায্য করে, কেউ কেউ অবশ্য সত্যিই ভালো কিছু করছে, সেক্ষেত্রে কেন নিষেধাজ্ঞা আরোপ থাকবে?
এদিকে, আগামী ২০ জানুয়ারি শপথগ্রহণের মাধ্যমে দেশটির ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামার পদে স্থলাভিষিক্ত হবেন রিপাবলিকান পার্টির থেকে প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
টিআই