স্থানীয় সময় শনিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় দেশটির দাবাও শহরে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় তিনি এ কথা বলেছেন বলে রোববার আন্তর্জাতিক সংবাদমাদ্যমগুলোর খবরে বলা হয়।
রদ্রিগো দুতের্তে বলেন, ‘ফিলিপাইনের জনগণ আমাকে রক্ষা করতে করতে হবে।
‘আমি সুপ্রিম কোর্টকে কেয়ার করি না। কেউ আমাকে রুখতে পারবে না’ বলেও মন্তব্য করেন তিনি।
ফিলিপাইনের ১৯৮৭ সালের সংবিধানে দেশ বহিঃশক্রর আক্রমণ বা বিদ্রোহীদের হামলার শিকার হলে প্রেসিডেন্ট ৬০ দিন পর্যন্ত মার্শাল ল জারি করার ক্ষমতা রাখেন। তবে মাদক সহিংসতা নিয়ন্ত্রণে মার্শল ল জারির ব্যাপারে সংবিধানে সুস্পষ্ট করে কিছু বলা নেই।
ফিলিপাইনের জনগণ ও তরুণ সমাজ রক্ষার্থে মার্শাল ল জারির ঘোষণা দেবেন বলে দৃঢ়তার সঙ্গে জানান দুতের্তে।
বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
টিআই