ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন না ডেমোক্র্যাটরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন না ডেমোক্র্যাটরা অভিষেক অনুষ্ঠানে যারা অংশ নিচ্ছেন না, ছবি: সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান বয়কট করেছেন হিলারি ক্লিনটনের দল ডেমোক্র্যাটিক পার্টি থেকে নির্বাচিত ডেমোক্র্যাটরা। ফলে আগামী শুক্রবার (২০ জানুয়ারি) প্রেসিডেন্টের শপথগ্রহণের দিনে অভিষেক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন না তারা।

রোববার (১৫ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর জানায়।

ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বেশ কিছু কংগ্রেস সদস্যও এমন সিন্ধান্ত নিয়েছেন।

ডেমোক্র্যাটকরা জনসম্মুখে ওই অনুষ্ঠানে যোগদান করবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। যেসব ডেমোক্র্যাট অংশ নিচ্ছেন না এর তালিকাও প্রস্তুত করা হয়েছে। সে তালিকা কেবলই দীর্ঘ হচ্ছে।

টুইট বার্তা, ছবি: সংগৃহীতবেশ কয়েকজন ডেমোক্র্যাট টুইট বার্তায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন এভাবে- ‘আমি ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে অংশ নেবো না। ’

তবে এ বিষয়ে প্রাথমিকভাবে ডেমোক্র্যাটির পার্টির থেকে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়া হিলারি ক্লিনটনের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭

টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।