মঙ্গলবার (১৭ জানুয়ারি) স্থানীয় সময় সকালে উত্তর-পূর্বাঞ্চলের বোর্নো রাজ্যের উত্তরে ৠান শহরের একটি উদ্বাস্তু শিবিরে এ হামলা হয়।
ওই অঞ্চলে সশস্ত্র গোষ্ঠী বোকো হারামের বিরুদ্ধে অভিযান চালাচ্ছিল বিমান বাহিনী।
সরকার এবং বিমান বাহিনীর তরফ থেকে এই ‘মর্মান্তিক ভুল’র জন্য ক্ষমা চেয়ে জানানো হয়েছে, নিহতদের মধ্যে ওই শিবিরের লোকজন ছাড়াও ছিলেন বিভিন্ন বেসরকারি সংস্থার ত্রাণকর্মীরা।
এ বিষয়ে নাইজেরিয়ান বিমান বাহিনীর পক্ষ থেকে বলা হয়, ওই এলাকায় বোকো হারামের বিরুদ্ধে একটি অভিযান চালানোর সময় দুর্ঘটনাবশত হামলাটি শরণার্থী শিবিরের ওপর হয়েছে। এ ধরনের ভুল নাইজেরিয়ায় এই প্রথম ঘটেছে। বিমান বাহনিী আরও সতর্ক হবে।
দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করে নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারি বলেন, এটা গভীর দুঃখজনক ঘটনা। এটা দেশবাসী ক্ষমার দৃষ্টি দেখবেন। এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সে বিষয়ে সতর্কতা থাকবে সবার মধ্যে।
বাংলাদেশ সময়: ০০৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭/আপডেট ০৯২৪ ঘণ্টা
এসএনএস/এইচএ/