বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দেশটির আদালতে প্রসিকিউটরের পক্ষ থেকে গ্রেফতারি পরোয়ানা চাওয়া হয়, আদালত যা নাকচ করে দেন।
এর আগে, বুধবার মামলায় তার শুনানি অনুষ্ঠিত হয়।
স্যামসাংয়ের মূল কর্ণধার লি কুন হি’র ছেলে লি জি ইয়ং বর্তমানে দেশটিতে অন্যতম ক্ষমতাশালী ব্যবসায়ী। তার এই সংবাদটি স্থান পেয়েছে কোরিয়ান সবগুলো সংবাদমাধ্যম ও টেলিভিশন চ্যানেলে।
ইতোপূর্বে জিজ্ঞাসাবাদে লি জি ইয়ং স্বীকার করেছিলেন, প্রেসিডেন্ট পার্কের চাপে মিরে এবং কে স্পোর্টস ফাউন্ডেশনকে অর্থদান করেছেন। এই দুইটি ফাউন্ডেশনে স্যামসাং ১৬ দশমিক ৫ বিলিয়ন উওন ডোনেশন দেয়। তাছাড়া ছোয়ে সুন সিলের আরো কয়েকটা কোম্পানিতে স্যামসাংয়ের অর্থদানের প্রমাণও মেলে।
বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
আইএ