ট্রাম্পবিরোধী কর্মসূচি, ছবি: সংগৃহীত
ঢাকা: দায়িত্ব বুঝে নিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার বিরোধিতায় রাস্তায় নেমেছেন শত শত বিক্ষোভকারী। স্লোগান দেওয়াসহ প্লেকার্ড দেখিয়ে তারা বিক্ষোভ করতে থাকেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখান থেকে পুলিশ ২১৭ জনকে আটক করেছে বলে খবর দ্য ওয়াশিংটন পোস্টের। এ সময় সংঘর্ষে ছয় পুলিশ সদস্যও আহত হয়েছেন।
স্থানীয় সময় শুক্রবার (২০ জানুয়ারি) সকাল থেকেই ওয়াশিংটনে ট্রাম্প টাওয়ারের সামনে কয়েক হাজার বিক্ষোভকারী অবস্থান নেন। বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে একাধিক সংঘর্ষ হয়।
বিক্ষোভ হয়েছে ট্রাম্প যখন শপথ নিতে হোয়াইট হাউসে যাচ্ছিলেন সে পথেও।
ট্রাম্পবিরোধী কর্মসূচিতে বেধে যাওয়া সংঘর্ষে আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান, ওয়াশিংটন ডিসির ফায়ার সার্ভিসের মুখপাত্র ভিটো ম্যাগিওলো।
ওয়াশিংটন ডিসি পুলিশের ভারপ্রাপ্ত প্রধান পিটার নিউজহাম বলেন, আহতদের মধ্যে কেউ তেমন গুরুতর নন।
বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
আইএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।