দ্বিতীয়বারের মতো ভারত এর উচ্চতা পরিমাপে কাজ করবে। এর আগে ৬২ বছর আগের পরিমাপে এভারেস্টের উচ্চতা পরিমাপ করা হয়েছিল সমুদ্রপৃষ্ঠ থেকে ৮ হাজার ৮৪৮ মিটার বা ২৯ হাজার ০২৮ ফুট।
সার্ভে অব ইনডিয়ার প্রধান, সার্ভেয়ার জেনারেল স্বর্ণা সুব্বা রাও বলেছেন, আগামী দুই মাসের মধ্যে একটি অভিযাত্রী দল এভারেস্টে যাবে। তারা এ বিষয়টি নিয়ে কাজ করবে, পরিমাপ করবে। এজন্য উপগ্রহের তথ্যও কাজে দেবে।
ইতোমধ্যে ৭ দশমিক ৮ মাত্রার নেপালি ভূমিকম্প পরবর্তী এক গবেষণায় ম্যাশেবল জার্মান অ্যারোস্পেইস সেন্টারের গবেষকরা জানিয়েছেন, বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের উচ্চতা এক থেকে দুই মিটার (তিন থেকে ছয় ফুট) কমে থাকতে পারে। ইউরোপীয় ও একটি মার্কিন ভূ-উপগ্রহের তথ্য বিশ্লেষণে গবেষকরা এই তথ্য জানিয়েছেন বলে উল্লেখ করেন।
বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
আইএ