শনিবার (২৮ জানুয়ারি) সকালে টেরিজা তুরস্কের রাজধানী আঙ্কারায় পৌঁছান। সংক্ষিপ্ত সফরে এলেও একে ব্রেক্সিট পরবর্তী ব্রিটিশ বাণিজ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ সফর বলা হচ্ছে।
তুরস্কের প্রেসিডেন্ট রিজব তৈয়্যেব এরদোগানের সঙ্গে বৈঠকে মিলিত হবেন টেরিজা।
প্রধানমন্ত্রীর মুখপাত্র জানিয়েছেন, বাণিজ্য বাদেও নিরাপত্তা ইস্যুর বিষয়টি আলোচনায় আসবে। পাশাপাশি দুই দেশের মধ্যে কৌশলগত দিকগুলোও উঠে আসবে। আরও যুক্ত হবে ব্রেক্সিট থেকে সম্পূর্ণ বেরিয়ে আসার মূল দিকগুলোও।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
আইএ