এর আগে রোববার (০৫ ফেব্রুয়ারি) ওই রাজ্যের অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রী পান্নিরসেলভাম তার পদত্যাগপত্রে সাক্ষর করেন। পান্নিরসেলভামের পদত্যাগের পরিপ্রেক্ষিতে ক্ষমতাসীন এআইএডিএমকে দলের নেতাকর্মীরা এক জরুরি বৈঠক ডাকেন।
দলের এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পর সাংবাদিকদের কাছে দেওয়া এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শশিকলা বলেন, মুখ্যমন্ত্রী ও দলনেত্রী হিসেবে তিনি প্রতিটি কাজেকর্মে জয়ললিতার অনুসৃত পথই অনুসরণ করবেন।
৯ ফেব্রুয়ারি শশিকলার শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। এমনটিই জানিয়েছে এআইএডিএমকের দলের একটি সূত্র।
সবার কাছে ‘আম্মা’ বলে খ্যাত ও এক সময়কার দক্ষিণী চলচ্চিত্রের সাড়াজাগানো আইডল ও তামিলনাড়ুর রাজনীতির সবচেয়ে আলোচিত আইকন জয়ললিতা মারা যান গত ৫ ডিসেম্বরে। এআইএডিএমকের এই নেত্রীর মৃত্যুর পর থেকেই দক্ষিণ ভারতের তামিল সংখ্যাগরিষ্ঠ এই রাজ্যটির মুখ্যমন্ত্রীর পদ শূন্য হয়ে পড়েছিল।
বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৭
এএটি/জেএম