বুধবার (৮ ফেব্রুয়ারি) জওজানের কুশ টেপা এলাকায় তাদের গুলি করে মারা হয়। ওই ঘটনার পর দু’জন নিখোঁজও রয়েছেন।
প্রদেশের গভর্নরের কার্যালয় জানায়, সেবা কার্যক্রম চালানোর সময় ওই রেড ক্রস কর্মীদের গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।
রেড ক্রস তাদের ৬ কর্মীর মৃত্যুর খবর নিশ্চিত করলেও কারা তাদের হত্যা করেছে এ বিষয়ে কিছু জানায়নি।
আগে আফগানিস্তানে আল-কায়েদা গোষ্ঠীর সন্ত্রাসীরা এ ধরনের হামলা চালিয়ে এলেও এখন এজন্য অভিযুক্ত করা হয় আইএসকে। বুধবারের ঘটনার জন্যও আইএসের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তুলছে সংবাদমাধ্যম।
বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৭
এইচএ/