ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেছে, অভিযানেই তারা মারা গেছেন।
মূলত ২০১৩ সাল থেকে সিরিয়ার সরকারি বাহিনী বিদ্রোহী দমনে অভিযান পরিচালনা করে আসছে।
দেশটিতে ২০১১ সালের মার্চে সরকারবিরোধী আন্দোলন শুরু হয়। পরে তা রূপ নেয় গৃহযুদ্ধে। সংঘাতে এ পর্যন্ত তিন লাখের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। গৃহহারা হয়েছেন এক কোটি ১০ লাখের বেশি মানুষ; তাদের মধ্যে প্রায় ৪০ লাখ অন্য দেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। সিরিয়ায় গৃহযুদ্ধের সুযোগে দেশটিতে শক্ত ঘাঁটি গড়ে তুলেছে জঙ্গি সংগঠন আইএস।
বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭
আইএ