সাত মুসলিম প্রধান দেশের অভিবাসী বা ভ্রমণকারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে প্রেসিডেন্ট ডোনাল্ড যে নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন- সে প্রসঙ্গ টেনেই স্থানীয় সময় বুধবার (৮ ফেব্রুয়ারি) সুদানের গির্জা দিবসের অনুষ্ঠানে অংশ নিয়ে পোপ ফ্রান্সিস এ কথা বলেন।
তিনি বলেন, সামাজিক ও নাগরিক প্রেক্ষিত বিবেচনায় দেয়াল নির্মাণ বন্ধ করে আমি সেতুবন্ধন নির্মাণের আবেদন জানাই।
মানুষের প্রতি দয়া ও সহনশীল হওয়ার আহ্বান জানিয়ে ফ্রান্সিস বলেন, শয়তানের সঙ্গে শয়তানি নয়, শয়তানদের পরাজিত করতে ভালো কিছু করতে হবে। ক্ষমার দৃষ্টান্ত দেখাতে হবে। একজন খ্রিস্টান কখনও বলবে না- কাউকে শাস্তি দিতে হবে। এটা খ্রিস্টানদের আচরণের মধ্যে পড়ে না। ক্ষমার মধ্যদিয়ে আপনাকে সব জয় করতে হবে।
শান্তিতে বসবাস করতে সবার সঙ্গে মিলেমিশেই চলতে হবে বলেও মন্তব্য করেন পোপ ফ্রান্সিস।
বাংলাদেশ সময়: ০৭৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭
টিআই