মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্টের দুই বিচারক এ মামলায় পৃথক রায় দেন। তবে, দু’জনই তাকে ৪ বছরের কারাদণ্ডের আদেশ দেন।
শশিকলাকে চেন্নাই পুলিশের কাছে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত।
জয়ললিতার মৃত্যুর পর রাজ্যের ক্ষমতাসীন এআইএডিএমকে দলের নেতাকর্মীরা সর্বসম্মতভাবে শশিকলাকে মুখ্যমন্ত্রী পদের জন্য নির্বাচিত করেন।
প্রায় ২০ বছর আগে জয়ললিতার সঙ্গেই তার ছায়াসঙ্গী শশিকলার নামও একের পর এক দুর্নীতির মামলায় জড়াতে শুরু করে। জয়ললিতা চারটি মামলা থেকে শেষ পর্যন্ত অব্যাহতি পান। কিন্তু ৬৬.৬৫ কোটি টাকার আয়ের সঙ্গে সঙ্গতিহীন মামলা থেকে মুক্তি পাননি। সেই মামলায় শশিকলাও জড়িত।
বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
আরআর/এসএইচ