ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ‘হামলাকারী’ ব্লাইন্ড শেখের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ‘হামলাকারী’ ব্লাইন্ড শেখের মৃত্যু ব্লাইন্ড শেখ, ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে ১৯৯৩ সালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার ঘটনায় সাজাপ্রাপ্ত আসামি ব্লাইন্ড শেখ নামে পরিচিত ওমর আবদেল রাহমানের স্থানীয় কারাগারে মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর।

স্থানীয় সময় শনিবার সকালে স্বাভাবিকভাবে তার মৃত্যু হয়েছে বলে কারগারটির এক মুখপাত্র নিশ্চিত করেছেন।

নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যের বুন্টার শহরের ফেডারেল কারেকশন কমপ্লেক্সের মুখপাত্র গ্রেগ নরটন জানান, নিবার সকালে স্বাভাবিকভাবেই আবদেলের মৃত্যু হয়।

তিনি ডায়াবেটিস ও হার্টের জটিল রোগে আক্রান্ত ছিলেন।

মিশরের বংশোদ্ভূত আবদেল যাবজ্জীবন কারাদণ্ডের আসামি ছিলেন। অনেকের কাছে তিনি ব্লাইন্ড শেখ নামে ধর্মীয় গুরু হিসেবেও পরিচিত।

১৯৯৩ সালের ফেব্রুয়ারিতে নিউইয়র্কের ম্যানহাটনের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এতে ছয়জন নিহত হন এবং আহত হয়েছিলেন হাজারের বেশি মানুষ।

আট বছর পর ২০০১ সালে ১১ সেপ্টেম্বর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ফের হামলা হমলা হলে প্রথমবার হামলার বিষয়টি অস্বীকার করেন আবদেল।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।