শনিবার (৪ মার্চ) এক টুইটার বার্তায় ট্রাম্প তার পূর্বসুরীর বিরুদ্ধে আচমকা অভিযোগ তুলে টুইটারে পোস্ট করেন। এতে তিনি বলেন, ভয়ঙ্কর! এই মাত্র জানতে পারলাম, ওবামা প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের কয়েকদিন আগে আমার ট্রাম্প টাওয়ারের টেলিফোনে আড়ি পাতেন।
‘কতটা নীচ হলে এমন পবিত্র নির্বাচন প্রক্রিয়ায় আমার টেলিফোনে আড়ি পাততে পারেন ওবামা! এটা নিক্সন/ওয়াটারগেট কেলেঙ্কারি। বাজে লোকজন। ’
তৎক্ষণাৎ ট্রাম্পের এ অভিযোগের খবর ছড়িয়ে পড়ে আমেরিকান সংবাদমাধ্যমে। বিলম্ব না করে জবাব দেন ওবামাও। তার পক্ষ থেকে মুখপাত্রের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, টেলিফোনে আড়ি পাতা নিয়ে ট্রাম্পের করা অভিযোগ একেবারেই মিথ্যা।
ওবামা প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তাও ট্রাম্পের এই অভিযোগকে উড়িয়ে দেন। একইসঙ্গে বলেন, এ ধরনের অভিযোগ পুরোপুরি কাণ্ডজ্ঞানহীনতার পরিচয়।
বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৭
এইচএ/