ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পুরুষকে ধর্ষণের দায়ে অভিযুক্ত নারী আদালতে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৬ ঘণ্টা, মার্চ ৮, ২০১৭
পুরুষকে ধর্ষণের দায়ে অভিযুক্ত নারী আদালতে কেটি ব্র্যানেন

এক পুরুষকে দুই দফা ধর্ষণের অভিযোগে আদালতে হাজিরা দিয়েছেন এক ব্রিটিশ নারী। ২৬ বছর বয়সী এই নারী কেটি ব্র্যানেন সাউথ শিল্ডের বাসিন্দা। গত জানুয়ারিতে দুই দফা তার ধর্ষকামী হামলার শিকার হন ওই ব্যক্তি।

বুধবার (০৮ মার্চ) নিউ ক্যাসল ক্রাউন আদালতে হাজিরা দেন অভিযুক্ত নারী।

আদালতের সময় ব্র্যানেনকে কোনও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি, কেবল তার নামটি নিশ্চিত করা হয়েছে।

প্রসিকিউটর জুলি ক্লেমিটসন জানিয়েছেন, বিচারকাজ শেষ হতে চার কর্মদিবস লাগবে।

বিচারক রবার্ট স্প্র্যাগ আগামী ৪ ডিসেম্বর রায়ের দিন ধার্য করেছেন, আর তার আগে ২৫ সেপ্টেম্বর একটি রিভিউ শুনানি হবে যাতে ব্র্যানেনের উপস্থিতি বাধ্যতামূলক।  

তবে এরই মধ্যে ব্র্যানেনকে জামিন দেওয়া হয়েছে। এই সময়ে তাকে ইলেক্ট্রনিক কারফিউর আওতায় থাকতে হবে, কোনও ধরনের অন-লাইসেন্সড এলাকায় তার প্রবেশ নিষিদ্ধ থাকবে।

বিচারক ব্র্যানেনকে বলেন, ৪ ডিসেম্বরের রায়ের দিন আপনি হাজির না থাকলেও আমরা বিচার কাজ চালিয়ে যাবো, সে দিক থেকে আপনি মুক্ত। তবে ২৫ সেপ্টেম্বর আমাদের দেখা হবে।

কিভাবে ধর্ষণের ঘটনা ঘটলো, অভিযোগে কি বলা হয়েছে সে বিষয়ে কিছুই জানানো হয়নি।  

বাংলাদেশ সময় ১৬৫১ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৭
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।