এবার সেসব গোপন নথি ও হ্যাকিং কলাকৌশল ফাঁস করেছে উইকিলিকস। গতকাল (০৮ মার্চ) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।
উইকিলিকস জানিয়েছে, তাদের কাছে পৌঁছানো নথিতে দেখা গেছে অধিকাংশ তথ্যই হ্যাক করার কৌশল। নানা ধরনের কোড লেখা রয়েছে।
তবে এর সঙ্গে আরও অনেক প্রতিষ্ঠান জড়িত রয়েছে বলে উইকিলিকসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
এর মাধ্যমে সাইবার অপরাধ আরও বিস্তৃতি লাভ করবে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ০২২২ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৭
এএম/এসএনএস