মার্কিন নেতৃত্বাধীন ইরাকি বাহিনীর বরাতে সোমবার (১৩ মার্চ) এ খবর জানানো হয়।
দেশটির সেনাবাহিনী বিশেষ ফোর্সের মুখপাত্র মেজর জেনারেল মান আল সাঈদি জানান, ইরাকি নিরাপত্তা বাহিনী পশ্চিম মসুলের এক তৃতীয়াংশের পুনর্দখলে নিয়েছে।
এ অভিযানে আইএসের বেশ কিছু জঙ্গি ইরাকি বাহিনীর কাছে আটকা পড়েছে। এ বিষয়ে ইরাকের বাগদাদ পরিদর্শনে গিয়ে যুক্তরাষ্ট্রের দূত ব্রেট ম্যাকগার্ক জানান, মসুলে যেসব আইএস আটকা পড়েছে, তাদের মরতে হবে। আইএস সম্পন্নরূপে পরাজিত হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র।
আইএসের বিরুদ্ধে চলা মিশন ইরাকির বাহিনী যথাযথভাবে সম্পন্ন করবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
টিআই