শনিবার (১৮ মার্চ) স্থানীয় সময় সকালে প্যারিসের দ্বিতীয় বৃহৎ বিমানবন্দরটিতে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, ঘটনাস্থলে অভিযানে নেমেছে নিরাপত্তা বাহিনী।
প্রভাবশালী ফরাসি সংবাদমাধ্যম এএফপি বলছে, ওই ব্যক্তি সৈন্যের অস্ত্র ছিনিয়ে নিতে চাইলে তাকে গুলি করা হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এই খবরের পর বিমানবন্দরটিতে সদ্য অবতরণকারী ফ্লাইটগুলো থেকে যাত্রীদের নামতে মানা করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘জিম্মিদশা’র খবর ছড়ালেও এ বিষয়ে এখনই কিছু প্রশাসনিকভাবে বলা হচ্ছে না। তবে জাতীয় পুলিশ বাহিনীর পক্ষ থেকে এক টুইটার বার্তায় বলা হয়েছে, ঘটনাস্থলে বোম্ব ডিস্পোজাল ইউনিটকে নিয়ে অভিযানে নেমেছে নিরাপত্তা বাহিনী।
বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
এইচএ/