সোমবার (২০ মার্চ) তারা আনুষ্ঠানিকভাবে এক হওয়ার পক্ষে যৌথ বিবৃতি দিয়েছে। এর ফলে তারা দেশটির ৩৫ শতাংশ বাজার একাই দখলে রাখতে পারবে।
একীভূত হয়ে ভোডাফোন ৪৫ দশমিক ১ শতাংশ মার্কেট শেয়ার নেবে, আইডিয়ার থাকছে ২৬ এবং বাকি শেয়ার পাবলিক সেক্টরে। পুরোপুরি একত্রে কাজ শুরু করতে লাগবে আরও বছর খানেক বলেও বিবৃতিতে জানানো হয়।
২৬ কোটি ৫৯ লাখ গ্রাহক নিয়ে বর্তমানে দেশটিতে ভারতি এয়ারটেল আছে শীর্ষে।
চলতি বছরের শুরু থেকেই দুই কোম্পানির এক হওয়ার বিষয়ে আলোচনা শুরু হয়। দেশটির টেলিযোগাযোগ খাত সংশ্লিষ্টরা মনে করছেন, ভারতের ধনী ব্যবসায়ী মুকেশ আম্বানির মালিকানাধীন নতুন অপারেটর রিলায়েন্স জিওকে প্রতিযোগিতায় হারাতে একীভূত উদ্যোগ সক্ষম হচ্ছে।
ইতোমধ্যে রিলায়েন্স জিওকে পেছনে ফেলতে ভোডাফোন ইন্ডিয়া এবং আইডিয়া সেলুলারসহ ভারতি এয়ারটেল কল ও ডাটা চার্জ কমাতে বাধ্য হয়েছে।
দেশটিতে ১০টিরও বেশি মোবাইল অপারেটর কোম্পানি একশ কোটি গ্রাহকের জন্য কাজ করে যাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
আইএ