ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

টেরিজা মে’কে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২২ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
টেরিজা মে’কে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ট্রাম্পের টেরিজা মে ও ডোনাল্ড ট্রাম্প

লন্ডনের প্রাণকেন্দ্রে ‍হামলার ঘটনায় ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে’কে সন্ত্রাসের বিরুদ্ধে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

হামলার ঘটনার পর দেওয়া এক টেলিফোন কলে ট্রাম্প সর্বাত্মক সহযোগিতার পাশাপাশি জড়িতদের বিচারের আওতায় আনার বিষয়ও উল্লেখ করেন।  

হোয়াইট হাউজ সূত্রে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

এছাড়া হামলর ঘটনার পর দ্রুত পদক্ষেপ নেওয়ায় দেশটির নিরাপত্তাবাহিনীরও প্রশংসা করেন ট্রাম্প।

স্থানীয় সময় বুধবার (২২ মার্চ) বিকেল পৌনে ৩টার দিকে লন্ডনে পার্লামেন্টের সভাস্থল ওয়েস্টমিনস্টার প্যালেসের কাছে ওয়েস্টমিনস্টার ব্রিজে হামলার ঘটনা ঘটে। ‘সন্ত্রাসী ঘটনা’ আখ্যা দেওয়া ওই হামলায় শেষ খবর পর্যন্ত ৫ জন নিহত ও অন্তত ৪০ জন আহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।