লন্ডন মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত ডেপুটি কমিশনার মার্ক রাওলি জানান, নিহতদের মধ্যে হামলাকারী ছাড়া অপর তিনজনের একজন নারী, একজন পুলিশ কর্মকর্তা ও পথচারী।
এদিকে নিহত ওই নারীর নাম আয়শা ফ্রেড (৪৩) বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
হামলাকারীর ছুরিকাঘাতে নিহত পুলিশ কর্মকর্তার নাম কেইথ পামার (৪৮) জানা গেছে। এক সন্তানের বাবা কেইথ ১৫ বছর ধরে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছিলেন।
তবে এখন পর্যন্ত হামলাকারীর নাম-পরিচয় জানায়নি কর্তৃপক্ষ। জানা যায়নি অপর নিহতের পরিচয়ও।
অন্যদিকে হামলার ঘটনায় জড়িত সন্দেহে সাত জনকে আটক করেছে মেট্রোপলিটন পুলিশ। তবে তাদের জাতীয়তা জানা যায়নি। হামলার ঘটনার পর রাতভর লন্ডনের ছয়টি এলাকায় অভিযান চালিয়ে ওই সাত জনকে আটক করা হয়।
স্থানীয় সময় বুধবার (২২ মার্চ) বিকেল পৌনে ৩টার দিকে লন্ডনে পার্লামেন্টের সভাস্থল ওয়েস্টমিনস্টার প্যালেসের কাছে ওয়েস্টমিনস্টার ব্রিজে এ হামলার সূত্রপাত হয়। এটিকে ‘সন্ত্রাসী ঘটনা’ হিসেবে উল্লেখ করছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ।
বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা/আপডেট: ১৪৪৮ ঘণ্টা
জেডএস