ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জাপানে বরফ ধসে ৮ স্কুল শিক্ষার্থীর মৃত্যুর আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
জাপানে বরফ ধসে ৮ স্কুল শিক্ষার্থীর মৃত্যুর আশঙ্কা স্কুল শিক্ষার্থীর মৃত্যুর আশঙ্কা, ছবি: সংগৃহীত

জাপানের একটি স্কি রিসোর্টে বরফ ধসে হাই স্কুল পড়ুয়া আট শিক্ষার্থীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় আরও ৩০ জন আহত হওয়ার খবর জানানো হচ্ছে।

স্থানীয় সময় সোমবার (২৭ মার্চ) ভোরে রাজধানী টোকিও থেকে ৭৫ মাইল উত্তরে বরফ ধসের ঘটনাটি ঘটে। দেশটির কিয়োডো সংবাদ সংস্থা এ খবর জানায়।

সংস্থাটি বলছে, কয়েকটি স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীসহ প্রায় ৭০ জন সেখানে ঘুরতে গিয়ে বরফ ধসের শিকার হন। আটজন শিক্ষার্থীর কোনো খোঁজ না পাওয়া যায়, তাদের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী এ ঘটনার পর উদ্ধার অভিযান চালাচ্ছে। তবে খারাপ আবহাওয়া ও ভারী তুষারপাতের কারণে অভিযান বিঘ্নিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।