কিরগিজস্তান গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে মঙ্গলবার (০৪ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
এর আগে হামলার কয়েক ঘণ্টা পরই সন্দেহভাজন এক হামলাকারীর ছবি প্রকাশ করে কর্তৃপক্ষ।
এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করে কোনো সংগঠন বা গোষ্ঠী বিবৃতিও দেয়নি।
স্থানীয় সময় সোমবার (৩ এপ্রিল) রাশিয়ার দ্বিতীয় প্রধান শহরটির সেন্নায় পোলশাদ স্টেশনের একটি সাবওয়ে কারে বিস্ফোরণ হয়। ‘আত্মঘাতী’ ওই বিস্ফোরণে শেষ খবর পর্যন্ত ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধ-শতাধিক লোক।
বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৭
জেডএস