স্থানীয় সময় বুধবার (৫ এপ্রিল) সকালে যুক্তরাষ্ট্রে জাতিসংঘ কার্যালয়ে এ জরুরি বৈঠক আহ্বান করা হয়।
তবে রাসায়নিক হামলার বিষয়টি অস্বীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ।
এ হামলার জন্য সিরিয়ার সরকারকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র, আর সরকার বিদ্রোহীদের বিমান হামলাকে দুষছে রাশিয়া।
মঙ্গলবার (০৪ এপ্রিল) সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের ইদলিব প্রদেশে রাসায়নিক অস্ত্র কারখানা গ্যাস হামলার ঘটনা ঘটে। এতে প্রায় ডজন খানেক শিশুসহ প্রায় ৭০ জন নিহত হয়।
২০১১ সাল থেকে সিরিয়ায় আসাদ সরকার উৎখাত করার লক্ষ্যে দেশটিতে সরকার ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে যুদ্ধ চলে আসছে। গত পাঁচবছরে দেশটিতে ৬০ লাখ মানুষ বিভিন্ন দেশে শরণার্থী হয়েছে। গৃহযুদ্ধে নিহত হয়েছে দুই লক্ষাধিক মানুষ।
বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৭
টিআই