শনিবার (৮ এপ্রিল) বাংলাদেশ সময় রাতে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ তথ্য জানায়। ধসের ঘটনার পরপরই সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন।
ধ্বংসস্তূপের নিচে কয়েকজন আটকা থাকতে পারেন বলে জানান তারা। ওই ভবনে নিবদ্ধিত ১৮ জন অবস্থান করছিলেন বলে জানানো হয়।
স্থানীয় ফায়ার সার্ভিসের এক মুখপাত্র জানান, ভবনটির দুইটি ফ্লোর বিধ্বস্ত হয়েছে। গ্যাস লাইন বিস্ফোরণে এ ঘটনা ঘটতে পারে বলে তিনি ধারণা করছেন।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৭
টিআই