আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এই খবর দিচ্ছে।
পেন্টগনের বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো বলছে, এটি আফগানিস্তানের ওপর ব্যবহৃত এ পর্যন্ত সবচেয়ে বড় অপারমানবিক বোমা।
জিবিইউ-৪৩ নামের এই বোমাটি সকল বোমার মা হিসেবে পরিচিত। যা এর আগে আর কখনোই কোন কমব্যাটে ব্যবহার করা হয়নি।
পেন্টাগনের মুখপাত্র অ্যাডাম স্টাম্পকে উদ্ধৃত করেই এ তথ্য জানানো হয়। এই বোমায় ১১ টন বিষ্ফোরক রয়েছে। এর আগে বোমাটি ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্ল্যাস্ট (মোয়াব) বোমা নামে পরিচিত ছিলো।
আইসিস-কে ধ্বংস করতেই এ বোমা নিক্ষেপ বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
তবে পেন্টাগন আরও জানিয়েছে, বোমাটি ফেলার আগে দেশটির সাধারণ নাগরিকের যাতে ক্ষতি না হয় সে ব্যাপারে সব ধরনের পূর্ব সতর্কতা নেওয়া হয়েছে।
আইসিস-কে আফগানিস্তানে ধ্বংস করতে যুক্তরাষ্ট্র এমন বোমা আরও ফেলবে, এমন কথাও পেণ্টাগন জানিয়েছে বলে জানাচ্ছে সংবাদমাধ্যমগুলো।
বাংলাদেশ সময় ২৩০৭ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
এমএমকে