রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ মস্কোয় এক সংবাদ সম্মেলনে উত্তর কোরিয়ার বিরুদ্ধে আমেরিকা যে একক পদক্ষেপ নিয়েছে তার বিরুদ্ধে এ হুঁশিয়ারি জানান।
দক্ষিণ কোরিয়ায় সফররত মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স কৌশলগত ধৈর্য শেষ হয়েছে জানিয়ে পিয়ংইয়ংকে হুমকি দেয়।
সংবাদ সম্মেলনে ল্যাভরভ বলেন, পিয়ংইয়ংয়ের পরমাণু ক্ষেপণাস্ত্র তৎপরতাকে রাশিয়া মানে না। এ জাতীয় তৎপরতা জাতিসংঘের প্রস্তাবেরও লঙ্ঘন বলে মনে করে রাশিয়া। তবে তার অর্থ এই নয় যে, কেউ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করবে।
সম্প্রতি সিরিয়ার বিরুদ্ধে যে রকম একক পদক্ষেপ নেয়া হয়েছে তা উত্তর কোরিয়ার ক্ষেত্রে নেওয়া হবে না বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৬২২ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
এএ