শুক্রবার (২১ এপ্রিল) বাল্ক প্রদেশের মাজার-ই-শরিফ নামে একটি শহরের মসজিদের কাছে ওই ঘাঁটিতে এ হামলা চালানো হয়। রাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।
প্রাথমিকভাবে এ হামলায় প্রশাসনের তরফ থেকে ৮ সৈন্য নিহত হওয়ার খবর বলা হলেও পরে তা কয়েকগুণ বেড়ে পঞ্চাশে দাঁড়ায়। হামলার পর এক বিবৃতি দিয়ে দায় স্বীকার করেছে তালেবান।
সামরিক বাহিনীর মুখপাত্র জানান, সন্ত্রাসীরা সেনাবাহিনীর পোশাক পরে ওই ঘাঁটির তল্লাশি কেন্দ্রে ঢুকে পড়ে। এসময় তারা নির্বিচারে গুলি ছোড়ে এবং কয়েকজন আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়।
যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে ‘শান্তি ফেরাতে’ অবস্থানরত পশ্চিমা সামরিক জোটের কিছু সৈন্য এই ঘাঁটিতে দায়িত্ব পালন করছিলেন বলে জানা গেছে। তবে তাদের কেউ এই হতাহতদের মধ্যে আছেন কিনা তা জানা যায়নি।
সাম্প্রতিককালে সামরিক বাহিনীর ঘাঁটিতে এই বড় ধরনের হামলাকে ‘তাৎপর্যপূর্ণ’ বলে উল্লেখ করেছেন মার্কিন সামরিক বাহিনীর মুখপাত্র জন থমাস। এ বিষয়ে স্থানীয় সশস্ত্র বাহিনী ও সরকারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
বাংলাদেশ সময়: ০১৩৮ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৭
এইচএ/