টিএফ-ওয়ান টেলিভিশনের বুথফেরত জরিপ অনুযায়ী, ম্যাক্রন ও লে পেন সমানসংখ্যক ২৩ শতাংশ ভোট নিয়ে দ্বিতীয় দফায় উত্তীর্ণ হয়েছেন। অন্যদিকে এবং ফ্রান্স টু টেলিভিশনের জরিপ বলছে, ম্যাক্রন পাচ্ছেন ২৩.৭ শতাংশ ভোট।
দেশটির স্থানীয় সময় স্থানীয় সময় সকাল ৮টায় ৬৭ হাজার ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। গুরুত্বপূর্ণ এই নির্বাচনে প্রার্থী ১১জন হলেও মূল প্রতিদ্বন্দ্বিতা করছেন চার প্রার্থী।
প্রার্থী মারিন লি ও মধ্যপন্থী এমানুয়েল ম্যাক্রন ছাড়াও রয়েছে মধ্য-ডানপন্থী রিপাবলিকান দলীয় প্রার্থী ফ্রাসোয়া ফিলন ও কট্টর-বামপন্থী প্রার্থী জ্য লুক মেলাশো।
প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য কোনো দলই যদি পর্যাপ্ত পরিমাণ ভোট না পায় তবে ৭ মে দ্বিতীয় রাউন্ডের নির্বাচন অনুষ্ঠিত হব। রোববার সর্বোচ্চ ভোট পাওয়া দুই প্রার্থীর মধ্যে ৭ মে লড়াই হবে। ৭ মে সবচেয়ে বেশি ভোটপ্রাপ্ত প্রার্থী দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হবেন।
বাংলাদেশ সময়: ০৪২২ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৭
আরএটি/এসএইচ