হু জানিয়েছে, আক্রান্ত অন্য রোগীদের পরীক্ষা-নিরীক্ষা করে বোঝার চেষ্টা করা হচ্ছে, কোনো খাবার গ্রহণে তারা অসুস্থ হয়ে মারা গেছেন, নাকি কোনো রাসায়নিক বিষক্রিয়ায় বা ব্যাকটেরিয়ায় ওই ১১ জনের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় পেটে ব্যাথা অনুভব করায় অন্তত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মরণঘাতী ইবোলায় আক্রান্ত হয়ে পশ্চিম আফ্রিকার দেশটিতে প্রায় ৫ হাজার মানুষের মৃত্যু হয়। প্রায় দশ মাস আগে দেশটিকে ইবোলামুক্ত ঘোষণা করে হু। এখন পর্যন্ত ইবোলার প্রতিষেধকের কোনো কিনারা করতে পারেননি চিকিৎসকরা।
আর বছর না ঘুরতে ফের নতুন করে ‘অজ্ঞাত’ রোগে প্রাণহানির বিষয়টি পশ্চিশ আফ্রিকার দেশগুলোর জন্য অশনি সংকেত বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।
বাংলাদেশ সময়: ২৩২৫ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৭
জেডএস