শুক্রবার (২৮ এপ্রিল) দিনগত মধ্যরাতে (বাংলাদেশ সময়) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এমন খবর প্রকাশ করেছে।
তবে ক্ষেপণাস্ত্রটির পাল্লা কতদূর সে বিষয়ে নিশ্চিত করে কোনো তথ্য জানানো হয়নি।
দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর চিফ অব স্টাফের বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো জানায়, স্থানীয় সময় শনিবার দিনের প্রথমভাগে পিয়ংইয়ংয়ের উত্তর দিকের দক্ষিণ পিয়ংগান এলাকার একটি ঘাঁটি থেকে ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানো হয়।
এ বিষয়ে প্রাথমিক উত্তর কোরিয়ার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে মার্কিন সরকারের সূত্রের বরাত দিয়ে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, উত্তর কোরিয়ার পরীক্ষাটি সফল হয়নি বলে যুক্তরাষ্ট্র দাবি করেছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন উত্তর কোরিয়াকে পরমাণু পরীক্ষা ‘আকাঙ্ক্ষা’ পরিত্যাগে বিশ্ব শক্তিগুলোকে এগিয়ে আসার আহ্বান জানানোর কয়েক ঘণ্টার মধ্যেই এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হলো।
এক সপ্তাহেরও কম সময় আগে উত্তর কোরিয়ার এমন একটি পরমাণু পরীক্ষা ব্যর্থ হয় বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।
বাংলাদেশ সময়: ০৪২০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৭
জেডএস