ডাচেস অব কেমব্রিজ প্রিন্সেস কেট; ছবি-সংগৃহীত
ঢাকা: ২০১২ সালে স্বামী উইলিয়ামের সঙ্গে ফ্রান্সে অবকাশ যাপনরত ডাচেস অব কেমব্রিজ প্রিন্সেস কেট এর নগ্ন ছবি প্রকাশ করে বিশ্বজুড়ে হইচই ফেলে দিয়েছিলো ফ্রান্সের সাময়িকী ক্লোসা।
তখন ব্রিটেনের রাজপরিবারের আবেদনের ভিত্তিতে এই ছবি ছাপানোর উপর নিষেধাজ্ঞা জারি করেছিলো আদালত। অবশ্য বিষয়টি তখনই চুকে যায়নি।
সম্প্রতি ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ করে সুনামহানি করায় পত্রিকাটির কাছে দেড় মিলিয়ন পাউন্ড ক্ষতিপূরণ দাবি করে ফরাসি আদালতে মামলা করেছেন প্রিন্স উইলিয়াম এবং প্রিন্সেস কেট।
গত মঙ্গলবার ক্লোসা সাময়িকীর সঙ্গে সংশ্লিষ্ট ছয় জনের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলার এই শুনানি শুরু হয়।
মূলত ফ্রান্সের দক্ষিণাঞ্চলে একটি ব্যক্তিগত ভিলায় সুইমিংপুলের পাশে টপলেস হয়ে সূর্যস্নানের সময় পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দি হন কেট। ঘটনাটি তখন বেশ আলোড়ন তোলে বিশ্ব মিডিয়ায়।
আগামী জুলাই মাসের চার তারিখে এই মামলার রায় ঘোষণা করা হবে।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, মে ০৩, ২০১৭
আরআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।