ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কাশ্মীরে দুই ডজন গ্রাম ঘিরে নিরাপত্তা বাহিনীর অভিযান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, মে ৪, ২০১৭
কাশ্মীরে দুই ডজন গ্রাম ঘিরে নিরাপত্তা বাহিনীর অভিযান কাশ্মীরে ভারতীয় সেনাদের অভিযান

ঢাকা: কাশ্মীরের কুলগাম জেলার প্রায় দুই ডজন গ্রাম ঘিরে ফেলে সেখানে অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। ভারতবিরোধী বিচ্ছিন্নতাবাদী যোদ্ধাদের খোঁজে এই অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় সেনা সূত্র।

বৃহস্পতিবার (মে ৪) দিনের শুরুতে এই অভিযান শুরু হয়। গত কয়েকদিনে উপত্যকা জুড়ে বিচ্ছিন্নতাবাদীদের তৎপরতা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এ অভিযান শুরুর ঘোষণা দেয় ভারতীয় সেনা কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার সকালে কুলগাম জেলার প্রায় ২ ডজন গ্রাম ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। সেনা-আধাসেনা ও পুলিশ বাহিনী মিলে নিরাপত্তা বাহিনীর তিন হাজারের বেশি সদস্য এই তল্লাশি অভিযানে অংশ নিচ্ছে।

এদিকে অভিযানের মধ্যেই বৃহস্পতিবার ভারতীয় সেনাদের উপর হামলা চালিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা। তাদের হামলায় আহত হয়েছেন দুই সেনা। সেনা কনভয়ে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় আহত হন এই সেনারা।  

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, মে ০৪, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।