ভুক্তভোগীরা জানান, ক্লাস শুরুর কিছুক্ষণের মধ্যেই চোখ, গলা জ্বালা, দমবন্ধ হয়ে আসার মতো পরিস্থিতি তৈরি হয় গোটা স্কুলে। আতঙ্ক ছড়িয়ে পড়ে শিক্ষক ও পড়ুয়াদের মধ্যে।
শনিবার ( মে ৬) সকালে দক্ষিণ দিল্লির তুঘলকাবাদ এলাকার প্রহ্লাদপুরে রানি ঝাঁসি স্কুলে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, স্কুলটির সামনে একটি গ্যাসভর্তি ট্যাঙ্কার দাঁড় করানো ছিল। সেই ট্যাঙ্কার থেকে গ্যাস লিক করে স্কুলে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। পুরো স্কুল ও তার আশপাশের এলাকা খালি করে দেয় পুলিশ। অসুস্থ ছাত্রীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন, অসুস্থ ছাত্রীদের ৬-৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে। তবে পড়ুয়ারা এখন বিপদমুক্ত।
বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, মে ০৬, ২০১৭
আরআই