ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে সিনেটের উপ-চেয়ারম্যানের বহরে হামলা, নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, মে ১২, ২০১৭
পাকিস্তানে সিনেটের উপ-চেয়ারম্যানের বহরে হামলা, নিহত ২৫ পাকিস্তানে সিনেটের উপ-চেয়ারম্যানের বহরে হামলা

পাকিস্তানের বেলুচিস্তানের প্রাদেশিক রাজধানী কোয়েটায় সিনেটের উপ-চেয়ারম্যানের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।

শুক্রবার (১২ মে) জুমার নামাজের শেষে প্রদেশের মাসতাং জেলার একটি সেমিনারের পাশে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে বেশ কয়েকজন পুলিশ সদস্য রয়েছেন।

হামলায় সিনেটের উপ-চেয়ারম্যান আবদুল গাফ্ফার হায়দারির গাড়ি বহর ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে তিনি অক্ষত থাকলেও স্টাফ সিনেটের এক পরিচালক ইফতিখার মুগল মারা যাওয়ার খবর জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।

হামলায় কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে সে বিষয়ে প্রাথমিক কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া এটি আত্মঘাতী কিনা সে বিষয়েও পরিষ্কার কোনো তথ্য মেলেনি।

এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ডন জানায়, হঠাৎ গুলির পর বিকট শব্দে বিস্ফোরণ হয়, এরপর চারদিক পরিষ্কার হলে মাটিতে শুধু মরদেহ দেখতে পাই।

এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, মে ১২, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।