জানা যায়, দেশটির হুলং বিচে রহস্যময় প্রাণীটির খোঁজ পান স্থানীয় আরুল তুয়ানাকাতে নামে এক বাসিন্দা। প্রাণীটি ঘিরে এলাকাবাসীর মধ্যে কৌতুহল সৃষ্টি হয়।
প্রাথমিক প্রাণীটিকে দৈত্যাকার স্কুইড বা নীল তিমি বলে মন্তব্য করেছিলেন চিয়ান ন্যাচারাল হিস্টোরি মিউজিয়ামের কর্মকর্তা লি কং। যদিও শেষ পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্তে না পৌঁছানোয় একে ‘রহস্যময় প্রাণী’ বলা হচ্ছে।
১৫ মিটার লম্বা ও ৩৫ টন ওজনের প্রাণীটির রং সাদা-কালো মিশ্রিত।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ফিলিপাইনের একটি দ্বীপে ভেসে আসা চুলওয়ালা একটি প্রাণী ঘিরে স্থানীয়দের মধ্যে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়।
বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, মে ১২, ২০১৭
জেডএস