ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ট্রাম্পের অভিশংসন অবশ্যম্ভাবী!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, মে ১৭, ২০১৭
ট্রাম্পের অভিশংসন অবশ্যম্ভাবী!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিংশসন ক্রমেই অবশ্যম্ভাবী হয়ে উঠছে। ন্যাশনাল সিকিউরিটির সাবেক উপদেষ্টা মাইকেল ফ্লিনের ওপর তদন্ত শেষ করতে ট্রাম্প সরাসরি সদ্য বরখাস্ত হওয়া এফবিআই পরিচালক...

জেমস কোমিকে নির্দেশ দিয়েছিলেন এমন খবরের পর এটাই এখন যুক্তরাষ্ট্র জুড়ে প্রধানতম আলোচনা। মেইনের সেনেটর অঙ্গাস কিং বলেছেন, বিষয়টি যদি সত্যিই হয়ে থাকে ট্রাম্পের অভিশংসিত হওয়ার সময় ক্রমেই ঘনিয়ে আসছে।

এদিকে নিউইয়র্ক টাইমসসহ আরো কয়েকটি দৈনিক জেমস কোমের লেখা এ সংক্রান্ত মেমোটির কথা উদ্ধৃত করে মঙ্গলবারের সংখ্যায় সুনির্দিষ্ট খবর দিয়ে বলেছে, প্রেসিডেন্ট নিজেই এফবিআই পরিচালককে রুশ সরকারের সঙ্গে ফ্লিনের সম্পর্ক নিয়ে তদন্তের কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন।  

কোমেকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার এক সপ্তাহের মাথায় এ খবর প্রকাশিত হলো।

সেনেটর অঙ্গাস কিং সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ওই মেমো যদি সত্যি হয়, অভিশংসনের প্রস্তাবটিও ধরে নিতে হবে টেবিলে উত্থাপিত। মেমো উল্লেখিত অভিযোগটিকে অত্যন্ত গুরুতর বলে মনে করছেন তিনি।

এই অভিযোগ সত্য হলে, যুক্তরাষ্ট্রের সিনেটররা প্রেসিডেন্টকে অভিশংসনের পক্ষে একমত হবেন কি? এমন প্রশ্নে কিং বলেন, নিঃসন্দেহে। আমি বলবো অবশ্যই।

ফ্লিনের ফোনালাপ তদন্ত বন্ধ করতে বলেছিলেন ট্রাম্প!

বাংলাদেশ সময় ১৭৫২ ঘণ্টা, মে ১৭, ২০১৭
এমএমকে  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।