ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অতি বৃষ্টিতে উত্তরাখণ্ডে সতর্কতা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, মে ২৩, ২০১৭
অতি বৃষ্টিতে উত্তরাখণ্ডে সতর্কতা অতি বৃষ্টিতে উত্তরাখণ্ডে সতর্কতা

বৃষ্টির দেখা নেই বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায়। প্রচণ্ড খরায় ভুগছে মানুষ; তবে ভারী বৃষ্টিতে রীতিমতো সতর্কতা জারি করা হয়েছে প্রতিবেশী দেশ ভারতের উত্তরাখণ্ডের পার্বত্য অঞ্চলে।

আগামী ২৪ ঘণ্টায় সেখানে হতে পারে ঝুম বৃষ্টি। সে কারণে শঙ্কা জেগেছে চারধাম যাত্রা নিয়ে।



উত্তরাখণ্ডের উত্তরকাশী, চামোলি, রুদ্রপ্রয়াগ, নৈনিতাল ও পিথোরাগড় জেলায় আগামী ২৪ ঘণ্টায় ভারী বর্ষা হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

কয়েকদিন আগে প্রদেশের বদ্রিনাথে বন্যায় আটকে পড়েছিলেন প্রায় ১৫ হাজার পূণ্যার্থী। এবার বদ্রিনাথের সঙ্গে তালিকায় যোগ হয়েছে কেদারনাথ, যমুনোত্রী এবং গঙ্গোত্রীও। উত্তরাখণ্ডের পার্বত্য অঞ্চলে যদি প্রচুর বৃষ্টি হয় তাহলে সেখানকার পূণ্যার্থীরা ঝামেলায় পড়তে পারেন। ঢলও দেখা দিতে পারে। তাই আগে থেকেই জারি করা হয়েছে সতর্কতা। প্রতিটি জেলাকে জরুরি অবস্থার জন্য তৈরি থাকতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, মে ২৩, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।