স্থানীয় সংবাদমাধ্যম ম্যানচেস্টার ইভিনিং নিউজের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। তবে আটক ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
সোমবার (২২ মে) স্থানীয় সময় রাত ১০টা ৩৫ মিনিটে ম্যানচেস্টার অ্যারেনায় মার্কিন গায়িকা আরিয়ানা গ্রান্ডের কনসার্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে শেষ খবর পর্যন্ত ২২ জন নিহতের খবর নিশ্চিত করেছে ব্রিটিশ পুলিশ। বিস্ফোরণে ৫৯ জনের মতো আহত হয়েছেন।
ঘটনাটিকে ‘আত্মঘাতী’ বলে উল্লেখ করেছে পুলিশ। বিস্ফোরণের ঘটনায় অনেকে নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা।
এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।
ম্যানচেস্টার কনসার্টে সন্ত্রাসী হামলায় নিহত ১৯, বহু আহত
বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, মে ২৩, ২০১৭
জেডএস