ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফ্লোরিডায় গুলিতে নিহত ৫, হামলাকারী ছিল ‘বিষাদগ্রস্ত’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, জুন ৫, ২০১৭
ফ্লোরিডায় গুলিতে নিহত ৫, হামলাকারী ছিল ‘বিষাদগ্রস্ত’ হামলার স্থলে পুলিশ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডোতে বন্দুকধারীর গুলির ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন পুরুষ, একজন নারী।

স্থানীয় সময় সোমবার (০৫ জুন) সকালে অরল্যান্ডোর বাণিজ্যিক এলাকা উত্তর ফোরথি রোডে ‘ফিয়াম্মা’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে অরেঞ্জ কাউন্টি প্রশাসনিক কর্মকর্তা জেরি ডিমিংস জানান, বন্দুকধারী প্রতিষ্ঠানটির সাবেক কর্মী।

গত এপ্রিলে তিনি চাকরিচ্যুত হন। গুলির ঘটনার পর ‘বিষাদগ্রস্ত’ সাবেক ওই কর্মী আত্মহত্যা করেন।  

প্রাথমিক বন্দুকধারীর পরিচয় জানা যায়নি। এর আগেও তার বিরুদ্ধে প্রতিষ্ঠানটির অন্য কর্মকর্তাদের মারধরের ‍অভিযোগ ছিলো।

জেরি ডিমিংস আরো জানান, গুলিতে ৪ জন ঘটনাস্থলেই নিহত হন। এর মধ্যে তিনজন পুরুষ, একজন নারী। অপর পুরুষ হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়। ঘটনাটি ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ড নয় বলেও উল্লেখ করেন তিনি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, প্রতিষ্ঠানটির ভেতরে বিভিন্ন স্থানে বন্দুকধারী এ হামলা চালায়। হামলার সময় ভেতরে ১২ জন কর্মী ছিলেন। তবে তিনি কিভাবে ওই প্রতিষ্ঠানের ভেতরে প্রবেশ করেছেন সে বিষয়টি পরিষ্কার নয়।  

গত বছরের ১২ জুন অরল্যান্ডোতে ‘পালস ক্লাব’ নামে সমকামীদের একটি নাইট ক্লাবে হামলা চালায় অজ্ঞাত বন্দুকধারীরা। ওই হামলায় ৫০ জন নিহত হন, আহত হন অনেকে। সে হামলার দায় স্বীকার করেছিল জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

ফ্লোরিডায় বন্দুকধারীর হামলা, ‘হতাহতের’ আশঙ্কা

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, জুন ০৫, ২০১৭/আপডেট: ২১৫৮ ঘণ্টা
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।