ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

উত্তরপ্রদেশে ব্যবসায়ীসহ পরিবারের ৩ জনকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৪ ঘণ্টা, জুন ৭, ২০১৭
উত্তরপ্রদেশে ব্যবসায়ীসহ পরিবারের ৩ জনকে গুলি করে হত্যা উত্তরপ্রদেশে ব্যবসায়ীসহ পরিবারের ৩ জনকে গুলি করে হত্যা

ভারতের উত্তরপ্রদেশে এক ব্যবসায়ী, তার স্ত্রী ও সন্তানকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাজধানী লখনৌ থেকে ৯০ কিলোমিটার দূরে সীতাপুরে এ ঘটনা ঘটে।

ঘটনার বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যম ‍জানায়, ব্যবসায়ী সুনীল জাইসওয়াল (৬০) ও তার ছেলে মঙ্গলবার রাত সাড়ে ৯টা দিকে গ্যারেজে তাদের মোটরসাইকেল পার্কিং করছিলেন। এ সময় ৪ বন্দুকধারী তাদের গুলি করে।

গুলির আওয়াজ শুনে সুনীলের স্ত্রী ঘর থেকে বেরিয়ে আসলে তাকেও গুলি করে দুর্বৃত্তরা।

এতে ঘটনাস্থলে ওই ব্যবসায়ী ও তার স্ত্রীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় তাদের গুলিবিদ্ধ ছেলেকে হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়।

এ ঘটনায় জাইসওয়ালের প্রতিবেশী এগিয়ে আসলে তিনিও গুলিবিদ্ধ হন।  

দুর্বৃত্তরা চুরি করতে ব্যর্থ হয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে উল্লেখ করেছেন পুলিশের অতিরিক্ত মহাপরিচালক অভয় কুমরা প্রসাদ। কিছুদিন আগেও ‍এমনই আরেকটি ঘটনার কথাও বলেন তিনি।

এদিকে ব্যবসায়ী হত্যাকাণ্ডের পর স্থানীয় ব্যবসায়ী সংগঠন দোকান বন্ধ রাখার ডাক দিয়েছে।  

বাংলাদেশ সময়: ১০০৪ ঘণ্টা, জুন ০৭, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।