বুধবার (৭ জুন) দুপুর দেড়টা থেকে উড়োজাহাজটির কোনো খোঁজ মিলছে না। এটি দক্ষিণাঞ্চলের শহর মেইক থেকে দেশের সর্ববৃহৎ শহর ইয়াঙ্গুন যাচ্ছিল।
সামরিক বাহিনীর মুখপাত্র জানান, উড়োজাহাজটি উড়াল দেওয়ার কিছু সময় পর পার্শ্ববর্তী দাবেই শহরের ২০ মাইল দূরে আন্দামান সাগরের ওপরে থাকাবস্থায় দুপুর দেড়টার দিকে নিয়ন্ত্রণ কক্ষের (এয়ার ট্রাফিক কন্ট্রোল রুম) সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে।
সামরিক বাহিনীর কমান্ডার ইন চিফের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, উড়োজাহাজটি নিখোঁজ হওয়ার পর এটির সঙ্গে যোগাযোগ স্থাপনে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।
ওই বিবৃতিতে বলা হয়েছে, উড়োজাহাজটি আন্দামান সাগরের ওপরে থাকাবস্থায় নিখোঁজ হয়েছে বিধায় সেখানে অনুসন্ধানের জন্য নৌজাহাজ ও একাধিক উড়োজাহাজ পাঠানো হয়েছে।
কর্মকর্তারা মনে করছেন, যান্ত্রিক ত্রুটিতে নিখোঁজ রয়েছে উড়োজাহাজটি। তাছাড়া, ওই এলাকার আবহাওয়াও ভালো।
বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, জুন ০৭, ২০১৭
এইচএ/