ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বাগদাদে নারী আত্মঘাতী হামলায় নিহত বেড়ে ৩০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, জুন ৯, ২০১৭
বাগদাদে নারী আত্মঘাতী হামলায় নিহত বেড়ে ৩০ বাগদাদে আত্মঘাতী হামলায় নিহত বেড়ে ৩০

ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন আরো অন্তত ৩৫ জন।

নিরাপত্তাকর্মীরা বলেছেন, পবিত্র শিয়া নগরী কারবালার ৩০ কিলোমিটার পূর্বের মুসিবা শহরের একটি ব্যস্ত বাজারে এক নারী ওই আত্মঘাতী হামলা চালায়। এতে শেষ খবর পর্যন্ত ৩০ জন নিহত হয়েছেন।

 

বেসামরিক লোকদের লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছে বলে পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন।

এদিকে হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। তবে হামলাকারীর নাম পরিচয় জানা যায়নি।

এর আগে গত মাসে বাগদাদে একটি আইক্রিম পার্লারে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে জঙ্গি গোষ্ঠীটির চালানো হামলায় ২৫ জন নিহত হন।

পবিত্র মাস রমজান শুরুর পর বিশ্বব্যাপী জঙ্গি গোষ্ঠীটি যে ৫টি বড় হামলা চালিয়েছে শুক্রবারের হামলাটি সেগুলোর মধ্যে একটি।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, জুন ০৯, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।