তাকে ফেরত পাঠাতে পানামার জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে মারটিনেলিকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে মার্কিন আইন প্রয়োগকারী সংস্থা ইউএস মার্শাল সার্ভিস।
মার্টিনেলির বিরুদ্ধে দুর্নীতি ও রাজনৈতিক প্রতিপক্ষের উপর গোয়েন্দাগিরি করার অভিযোগ এনেছে পানামার বর্তমান সরকার।
সোমবার ৬৫ বছর বয়সী মারটিনেলিকে তার বাড়ির কাছাকাছি ফ্লোরিডার কোরাল গ্যাবলস থেকে গ্রেফতার করা হয় বলে জানান ইউএস মার্শাল সার্ভিসের মুখপাত্র ম্যানি পুরি।
এরপর তাকে ফ্লোরিডার রাজধানী মিয়ামির একটি ফেডারেল কারাগারে নেয়া হয়। বর্তমানে তাকে আদালতে উপস্থাপনের প্রক্রিয়া চলছে বলে জানান মুখপাত্র ম্যানিপুরি।
গত সেপ্টেম্বর মাসে মারটিনেলির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে পানামা।
তার বিরুদ্ধে অভিযোগ ২০০৯ থেকে ২০১৪ সালে নিজের মেয়াদে ক্ষমতায় থাকার সময় তার রাজনৈতিক প্রতিপক্ষের উপর গুপ্তচর লেলিয়ে দেয়ার পাশাপাশি রাজনৈতিক, সাংবাদিক, ব্যবসায়ী ও ট্রেড ইউনিয়ন নেতা সহ কমপক্ষে শতাধিক ব্যক্তির ফোন ট্যাপ করিয়েছিলেন।
গত মাসে ইন্টারপোলও তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
তবে মারটিনেলি তার বিরুদ্ধে আনীত অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে নিজেকে পানামার বর্তমান প্রেসিডেন্ট হুয়ান কার্লোস ভ্যারেলার রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলে দাবি করেছেন।
মারটিনেলির ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন ভ্যারেলা, তবে ক্ষমতা হস্তান্তরের সময় থেকেই দুই জনের মধ্যে তিক্ত সম্পর্ক বিরাজ করছে।
মারটিনেলির পাশাপাশি গত ফেব্রুয়ারিতে তার দুই পুত্রকে গ্রেফতার করতেও আন্তর্জাতিক সহযোগিতা চেয়েছিলেন পানামার কৌসুলিরা।
মারটিনেলির দুই পুত্র ব্রাজিলিয়ান কনস্ট্রাকশন জায়ান্ট ওডেব্রেখট এর কাছ থেকে নেয়া ঘুষের অর্থ পাচারের ঘটনার সাথে জড়িত বলে দাবি তাদের।
বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, জুন ১৩, ২০১৭
আরআই