ইউএস৭ ফ্লিট এক বিবৃতিতে জানায়, ৭ নৌসেনা নিখোঁজের পর অনুসন্ধান চালানো হয়। এক পর্যায়ে জাহাজটির যেখানে পানি প্রবেশ করেছিলো সেখানে তাদের অস্তিত্ব সনাক্ত করে অনুসন্ধানকারী দল।
তবে সেখানে কতজনের মরদেহ রয়েছে সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি।
এর আগে নিখোঁজ নৌসেনাদের উদ্ধারে সমুদ্রে ও আকাশ থেকে যৌথভাবে অভিযান চালায় যুক্তরাষ্ট্র ও জাপানের সমন্বয়ে গঠিত দল।
শনিবার (১৭ জুন) স্থানীয় সময় রাত আড়াইটায় জাপানের ইউওকোসোকা এর ১০৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সমুদ্রে এ দুর্ঘটনা ঘটে। এতে ৭ জন মার্কিন নৌসেনা নিখোঁজ ছাড়াও জাহাজটির কমান্ডারসহ বেশ কয়েকজন নাবিক আহত হয়েছেন।
সংঘর্ষের কারণ জানা না গেলেও এ ঘটনায় ইউএসএস ফিটজেরাল্ড নামের অত্যাধুনিক যুদ্ধ জাহাজটির ব্যাপক ক্ষতিসাধন হয়েছে।
ফিলিপাইনের পতাকাবাহী যে জাহাজটির সঙ্গে ফিটজেরাল্ডের সংঘর্ষ হয়েছে তা যুদ্ধ জাহাজটির চারগুণ।
বাংলাদেশ সময়: ০৯৪১ ঘণ্টা, জুন ১৮, ২০১৭
জেডএস