ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

এমিরেটসের ফ্লাইটে ল্যাপটপ বহনে নিষেধাজ্ঞা প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪২ ঘণ্টা, জুলাই ৫, ২০১৭
এমিরেটসের ফ্লাইটে ল্যাপটপ বহনে নিষেধাজ্ঞা প্রত্যাহার এমিরেটসের যুক্তরাষ্ট্র রুটের ফ্লাইটে ল্যাপটপ বহন করা যাবে

সংযুক্ত আরব আমিরাতের এয়ারলাইন্স এমিরেটসের যুক্তরাষ্ট্র রুটের ফ্লাইটে ল্যাপটপ বহনে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। এর ফলে ওয়াশিংটনের নিষেধাজ্ঞার আওতায় থাকা ৮টি মুসলিম দেশ থেকে যুক্তরাষ্ট্র অভিমুখে অথবা যুক্তরাষ্ট্র থেকে আট মুসলিম দেশ অভিমুখে এয়ারলাইন্সটির ফ্লাইটগুলোতে ল্যাটপ বহনে আর কোনো বাধা রইলো না।

বুধবার (৫ জুলাই) দুবাইভিত্তিক এয়ারলাইন্সটির এক বিবৃতিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, সিদ্ধান্তটি ‘অবিলম্বে কার্যকর’ হবে।

এর ফলে নিষেধাজ্ঞার আওতায় থাকা তুরস্ক, মরক্কো, জর্দান, মিশর, সংযুক্ত আরব আমিরাত, কাতার, সৌদি আরব ও কুয়েত থেকে যুক্তরাষ্ট্রগামী এমিরেটসের ফ্লাইটগুলোতে ল্যাপটপ বহন করতে পারবেন যাত্রীরা।

ল্যাপটপে বোমা লুকিয়ে হামলার আশঙ্কায় গত মার্চে যুক্তরাষ্ট্র রুটের ফ্লাইটগুলোতে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়। নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রের ১২ শহরে এমিরেটসের পরিচালিত ফ্লাইটগুলোর যাত্রীরা ল্যাপটপ বহন করতে পারছিলেন না। এ কারণে অনেক ব্যবসায়ীই এমিরেটস ফ্লাইট এড়িয়ে যাচ্ছিলেন, ফলে ব্যবসায় ক্ষতির মুখে পড়েছিল এমিরেটস।

এমিরেটসের একজন মুখপাত্র এ বিষয়ে বলেন, যুক্তরাষ্ট্র রুটের ফ্লাইটগুলোতে ল্যাপটপ বহনের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে এমিরেটসের কর্মকর্তারা ওয়াশিংটনের কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করছিলেন। তাদের নির্দেশিত নিরাপত্তার শর্তগুলো পূরণের পর এ নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।