ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

লাগবে নাকি রোবট হাতের পি‍ৎজা!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, জুলাই ৮, ২০১৭
লাগবে নাকি রোবট হাতের পি‍ৎজা! রোবট ওয়েটার

পাকিস্তানের মুলতান শহরের এক পিৎজা ব্যবসায়ীর দোকান কোনমতে চলতো। কিন্তু হঠাৎ করেই তার দোকানে বাড়তে থাকে ক্রেতার সংখ্যা। সেইসঙ্গে সমানতালে বাড়তে থাকে তার আয়ও। আর তার এই ব্যবসার সাফল্যের পেছনে রয়েছে একটি রোবট!

পিৎজা দোকানের মালিক আজিজ রোবট ওয়েটার ব্যবহার করে ব্যবসায় দেখেছেন সাফল্যের মুখ।  

এ রোবটটির নকশা করেছেন তার ছেলে প্রকৌশলী ওসামা জাফরি।

২৫ কিলোগ্রাম ওজনের রোবটটি টেবিলে টেবিলে ক্রেতাদের কাছে পিৎজা পৌঁছে দিতে পারে অনায়াসে। খাটো, পাতলা গড়নের নারী আকৃতির রোবটির পরনে রয়েছে লম্বা জামা ও অ্যাপ্রোন। গলায় পরিয়ে দেওয়া হয়েছে স্কার্ফ।  

ওসামা জানান, রক্ষণশীল ক্রেতারা যাতে ক্ষুব্ধ না হয় সেজন্য রোবটের গলায় স্কার্ফ পরানো হয়েছে।  

পিৎজা ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, গত ফেব্রুয়ারি থেকে রোবট সেবা চালুর পরই বিক্রি দ্বিগুণ বেড়েছে।  

দোকানের মালিক আজিজ জানান, তাদের আরও তিনিট রোবট ওয়েটার আছে। তিনি আরেকটি নতুন শাখা খোলার কথা ভাবছেন।  

আজিজ বলেন, আমি পিৎজা বিক্রি করতে চাই। কিন্তু রেস্তোরাঁ মালিকরা আমার কাছ থেকে রোবট কিনতে চান।  

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৭
জিওয়াই/আরআর


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।